হঠাৎ মধ্যরাতে তার ক্যাম্প ন্যুতে ফেরা হইচই ফেলে দিয়েছে পুরো ফুটবল বিশ্বে। বার্সেলোনার স্টেডিয়ামে লিওনেল মেসির এই ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন। এসবের মধ্যে এক সাক্ষাৎকারে মেসি বলছেন, তিনি ও তার পুরো পরিবার সবসময়ই বার্সেলোনায় ফেরার কথা ভাবেন।
ক্লাবের আর্থিক সংকটের কারণে ২০২১ সালে আকস্মিকভাবে বার্সেলোনাকে বিদায় বলেছিলেন মেসি। চোখের জলে নেওয়ার মেসির সেই বিদায় আজও কাঁদায় কাতালান সমর্থকদের। এরপর পিএসজি ঘুরে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে থিতু হয়েছেন মেসি।
বার্সা ছাড়ার ৪ বছর পেরিয়ে গেলেও নিজের শৈশবের ক্লাব নিয়ে এখনো ভাবেন মেসি। নানা সময়েই তাকে বার্সার খেলা, শিরোপা জয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা গেছে। বিভিন্ন সাক্ষাৎকারেও বার্সেলোনাকে নিয়ে কথা বলেছেন মেসি।
দুদিন আগে হুট করেই মধ্যরাতে নতুনভাবে সাজানো ক্যাম্প ন্যুতে ঘুরে এসেছেন মেসি। তার এই ফেরা আলোড়ন সৃষ্টি করেছে পুরো ফুটবল জগতে। মেসি কি তাহলে আবার ফিরছেন বার্সায়?
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, তার পরিবার সবসময়ই বার্সায় ফেরার কথা ভাবে, ‘আমি সত্যিই সেখানে ফিরে যেতে চাই, বার্সেলোনাকে অনেক মিস করি আমরা। আমার স্ত্রী ও আমি, বাচ্চারা সবসময় বার্সেলোনা এবং সেখানে ফিরে যাওয়ার বিষয়ে কথা বলি। আমাদের বাড়ি সেখানেই আছে, সবকিছুই, তাই আমরা এটাই চাই।’
বার্সায় নিজের বিদায়টা মনের মতো হয়নি বলে এখনো আফসোস করেন মেসি, ‘বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর আমার অদ্ভুত অনুভূতি হয়েছিল, কারণ যেভাবে সবকিছু হয়েছিল, মহামারীর কারণে সেখানে আমার শেষ বছরগুলোতে ভক্তদের ছাড়াই খেলেছিলাম (কোভিডের কারণে দর্শনশূন্য স্টেডিয়ামে খেলা হতো)। সেখানে আমার জীবনের অনেকটা সময় কাটানোর পর, আমি যেভাবে কল্পনা করেছিলাম, যেভাবে স্বপ্ন দেখেছিলাম, সেভাবে ছেড়ে আসতে পারিনি। আমি যেমনটা বলেছিলাম, আমার পুরো ক্যারিয়ার ইউরোপে, বার্সেলোনায় খেলব। কারণ এটাই ছিল আমার পরিকল্পনা, এটাই আমি চেয়েছিলাম।’
মেসির এমন সাক্ষাৎকার ও ক্যাম্প ন্যুতে ফেরা; সবই যেন আভাস দিচ্ছে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের। মেসি তাহলে অবসর নেওয়ার আগে সত্যি ফিরবেন নিজের শিকড়ে?