Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘গ্রন্থাগারিক’ পদে কাজের সুযোগ

সারাবাংলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৫ ০৯:১৩

ছবি: সংগৃহীত

ঢাকা: সপ্তম গ্রেডে ‘সহকারী গ্রন্থাগারিক’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পদের নাম: সহকারী গ্রন্থাগারিক

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: সপ্তম গ্রেড

আবেদনের যোগ্যতা:
*গ্রন্থাগার বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
*বিশ্ববিদ্যালয়/স্বীকৃত মানের গবেষণাপ্রতিষ্ঠানের গ্রন্থাগার প্রশাসনে কর্মকর্তা হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৭ বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
*অনার্স/মাস্টার্স ডিগ্রিতে প্রথম শ্রেণিপ্রাপ্ত প্রার্থীদের কর্মকর্তা হিসেবে ৩ বছরসহ ন্যূনতম ৫ বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
*কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

আবেদন আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

এছাড়া রেজিস্ট্রার অফিস থেকে অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দরখাস্তের নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। সংগৃহীত ফরম পূরণের পর ৮ সেট দরখাস্ত সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন ফি: আবেদন ফি বাবদ ৫০০ টাকা অগ্রণী/জনতা ব্যাংক লি: এর যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী/জনতা ব্যাংক লি., চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রাম বরাবর ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর