Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রশক্তির উদ্যোগে তিতুমীর কলেজে মশক নিধন কর্মসূচি

তিতুমীর কলেজ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৫ ২০:২১ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০৯:২২

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে তিতুমীর কলেজে মশক নিধন কর্মসূচি চালিয়েছে জাতীয় ছাত্রশক্তি, সরকারি তিতুমীর কলেজ শাখা।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৩টা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই মশক নিধন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন অংশে, হল, শ্রেণিকক্ষ, ড্রেন ও আশেপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং মশক নিধক ফগিং স্প্রে ছিটানো হয়।

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি, তিতুমীর কলেজ শাখার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় জাতীয় ছাত্রশক্তি তিতুমীর কলেজ শাখার প্রতিনিধি শাহ আলম তানভীর বলেন, ইতিপূর্বে ক্যাম্পাসে সপ্তাহে একবার করে স্প্রে করা হতো। তবে সাম্প্রতিক ক্যাম্পাসে মশার উপদ্রব বাড়ায় ডেঙ্গু আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। মশার উপদ্রব এবং বংশবৃদ্ধি কমাতে সিটি কর্পোরেশনের সহায়তায় আমরা মশক নিধন ও ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি চালু করেছি। এই উদ্যোগ এখন থেকে সপ্তাহে দুই দিন মশানাশক কিট স্প্রে এবং দুই দিন লার্ভা কীট স্প্রে করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখতে ছাত্রশক্তি বদ্ধ পরিকর। একই সাথে কলেজ প্রশাসনকে ক্যাম্পাসের সামগ্রিক পরিচ্ছন্নতা নিশ্চিতে আরো জোরদার ভূমিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

সারাবাংলা/এমআর/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর