Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উন্নয়নকে ত্বরান্বিত করতে ধানের শীষ র্মাকার কোনো বিকল্প নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ০৯:৪৯

বগুড়া-৭ আসনের নির্বাচনি উঠান বৈঠক ও আলোচনা সভা।

বগুড়া: বিএনপি চেয়ারর্পাসন উপদেষ্টা ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়াকে ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করুন। বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে ধানের শীষ র্মাকার কোন বিকল্প নেই।’

মঙ্গলবার (১১ নভম্বের) দিনব্যাপী বগুড়া-৭ আসনের গাবতলী উপজেলার সোনারায় ইউনয়িনের বিভিন্ন ওর্য়াড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনি উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হেলালুজ্জামান বলেন, ‘দেশ ও এলাকার উন্নয়ন করতে হলে সকলকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে এবং বেগম খালদো জিয়া ও তারেক রহমানের সঙ্গে থাকতে হবে। বিএনপি শান্তির দল, ধানের শীষ উন্নয়নের ও শান্তির র্মাকা, ধানের শীষে ভোট দিলে দেশ শান্তিতে থাকবে।’

বিজ্ঞাপন

৯ নম্বর ওর্য়াড বিএনপির সভাপতি মোফাজ্জল হোসনেরে সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউর রহমান সোহেল এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন বিএনপি নেতা জাহিদুল ইসলাম হেললাল, সাইফুল ইসলাম, আব্দুর রহমি পন্টিু, আমিনুর রহমান তালুকদার, আবুল হোসেন মোল্লা, আতোয়ার রহমান, আব্দুল ওহাব মন্ডলসহ অন্যান্যরা।

সভা শেষে প্রধান অতিথি সাবেক এমপি লালু সোনারায় লস্কুরীপাড়া, জামরিবাড়ীয়া, খুপি মধ্যপাড়া, জামিরবাড়ীয়া বাজার, আটাপাড়া বাজারে বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ র্মাকায় ভোট চেয়ে লিফলটে বিতরণ করেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে ইউসেপ বাংলাদেশ
১২ নভেম্বর ২০২৫ ০৯:২৭

আরো

সম্পর্কিত খবর