Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় গৃহবধূ ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১২:৩৩

গ্রেফতার প্রধান আসামি মো. জসিম।

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় চেতনানাশক মেশানো মিষ্টি খাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি মো. জসিমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার জসিম চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সিদ্দিকের ছেলে। তিনি পেশায় একজন মাহিন্দ্র গাড়ি চালক।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর ওই উপজেলার জিন্নাগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চরফ্যাশন থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান।

তিনি বলেন, আসামি গত ২২ সেপ্টেম্বর রাতে নতুন গাড়ি কেনার আনন্দে ভুক্তভোগী গৃহবধূর (২২) বাড়িতে যায় এবং তাদেরকে খাওয়ার জন্য চেতনানাশক মেশানো ছয়টি মিষ্টি দেয়। ওই মিষ্টি খেয়ে গৃহবধূসহ পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে রাত ৪টার দিকে সে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভোলা পুলিশ সুপার শরিফুল হকের নির্দেশে পুলিশের একটি বিশেষ টিম চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে জসিমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম তার অপরাধের বিষয়টি স্বীকার করেছে। বুধবার (১২ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।

এ সময় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর