Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার সারাদেশে দোকান-শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত মালিকদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৩:৪২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৫:১০

-ছবি : কোলাজ ও প্রতীকী

ঢাকা: চলমান পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কথিত লকডাউন উপেক্ষা করে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল যথারীতি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ‘বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি’।

বুধবার (১২ নভেম্বর) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আগামী ১৩ নভেম্বর ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই বৃহস্পতিবার ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল যথারীতি খোলা থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণা হবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। এ প্রেক্ষিতে দলের পক্ষ থেকে অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।