ঢাকা: পদত্যাগ করেছেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তার চাকরির বয়স আরও ১০ মাস ছিল। এমতাবস্থায় তিনি স্বেচ্ছায় অবসরে গেছেন।
বুধবার (১২ নভেম্বর) বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সচিবালয়ে গণমাধ্যমকে জানান, মইনুল খান আগেই জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছায় অবসরে যেতে চান। জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা তার পদত্যাগপত্রের আবেদনে ৩০ অক্টোবর উল্লেখ রয়েছে। আবেদনপত্রের কপি বাণিজ্য মন্ত্রণালয়ে রয়েছে।