Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি ভর্তি পরীক্ষা
জেনে নিন বিভাগভিত্তিক আসন সংখ্যা

রাবি করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৭:০২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৭:৪৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজশাহী: উত্তরাঞ্চলের উচ্চ শিক্ষার বাতিঘর নামে পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মতিহারের সবুজ চত্বরে এর অবস্থান। এই বিশ্ববিদ্যালয়ের ১২টি অনুষদের অধীনে রয়েছে মোট ৫৯টি বিভাগ। এ ছাড়াও রয়েছে দুইটি ইনস্টিটিউট। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নামক যুদ্ধে চার লাখের বেশি ভর্তিচ্ছু অংশ নেন। ভর্তি হওয়ার সুযোগ পায় মাত্র কয়েক হাজার শিক্ষার্থী।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালটির কোন বিভাগে কতটি আসন রয়েছে তা অনেকেরই অজানা। জেনে নিন বিভাগ ও বিভাগের আসন সংখ্যা।

কলা অনুষদ

এই অনুষদের ১২টি বিভাগের অধীনে রয়েছে মোট ৯৩১টি আসন। এ বছর ৪৫টি আসন বাড়ানো হয়েছে। এর মধ্যে দর্শন- ১১০, ইতিহাস- ১০০, ইংরেজি- ৯০, বাংলা- ৮০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- ১০০, আরবি- ১১০, ইসলামিক স্টাডিজ- ১১০, নাট্যকলা- ২০, সংগীত- ৩০, ফারসি ও ভাষা সাহিত্য- ৬৫, সংস্কৃত- ৫৬ এবং উর্দু বিভাগে ৬০টি আসন রয়েছে। এ বছরে ইসলামিক স্টাডিজ বিভাগে ১০টি নাট্যকলা বিভাগে ৫টি, ফারসি ও ভাষা সাহিত্য বিভাগে ১০টি এবং উর্দু বিভাগে ২০টি আসন বাড়ানো হয়েছে।

আইন অনুষদ

এই অনুষদের দুইটি বিভাগের অধীনে রয়েছে ১৬০টি আসন। এর মধ্যে আইন বিভাগে আসন রয়েছে ১১০ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৫০টি আসন রয়েছে।

সামাজিক বিজ্ঞান অনুষদ

এই অনুষদের ১০টি বিভাগের অধীনে রয়েছে মোট ৬৩৬টি আসন। এ বছর ২০টি আসন কমানো হয়েছে। এর মধ্যে অর্থনীতি- ৮০, রাষ্ট্রবিজ্ঞান- ৯০, সমাজকর্ম- ৭০, সমাজবিজ্ঞান- ৮০, গণযোগাযোগ ও সাংবাদিকতা- ৪০, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট- ৬৬, লোক প্রশাসন- ৫০, নৃবিজ্ঞান- ৫০, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ- ৭০ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৪০টি আসন রয়েছে। এ বছরে অর্থনীতি বিভাগে ২০টি আসন কমানো হয়েছে।

চারুকলা অনুষদ

এ অনুষদের তিন বিভাগের অধীনে রয়েছে ১২০টি আসন। এর মধ্যে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র- ৪৫, মৃৎশিল্প ও ভাস্কর্য- ৩০ এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে ৪৫টি আসন রয়েছে।

বিজনেস স্টাডিজ অনুষদ

এই অনুষদে গতবছর ৪০টি আসন বাড়ানো হয়েছিল। এ বছর আরও ৪৫টি আসন বাড়ানো হয়েছে। অনুষদটির ছয় বিভাগের অধীনে রয়েছে ৫৪০টি আসন। এর মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা- ১১০, ম্যানেজমেন্ট স্টাডিজ- ১০০, মার্কেটিং- ১১০, ফাইন্যান্স- ৯০, ব্যাংকিং ও ইনস্যুরেন্স- ৮০ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ৫০টি আসন রয়েছে। এ বছর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে আরও ২০টি, ফাইন্যান্স বিভাগে ১০টি, ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগে ১০টি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ৫টি করে আসন বাড়ানো হয়েছে।

বিজ্ঞান অনুষদ

এ অনুষদে এ বছর ১৫টি আসন বাড়ানো হয়েছে। অনুষদটির নয় বিভাগের অধীনে রয়েছে ৬২৫টি আসন। এর মধ্যে গণিত- ১০০, পদার্থবিজ্ঞান- ৭০, রসায়ন- ১০০, পরিসংখ্যান- ৮০, প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান- ৫০, ফার্মেসি- ৫০, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট- ৬৫, ফলিত গণিত- ৭৫ এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ৩৫টি আসন রয়েছে। এ বছর পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান ও ফলিত গণিত বিভাগে ৫টি করে আসন বাড়ানো হয়েছে।

জীববিজ্ঞান অনুষদ

এ অনুষদে এ বছর ৫টি আসন বাড়ানো হয়েছে। ছয় বিভাগের অধীনে আসন রয়েছে ৩০৫টি আসন। এর মধ্যে মনোবিজ্ঞান- ৬০, উদ্ভিদবিজ্ঞান- ৭০, প্রাণিবিদ্যা- ৮০, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি- ৩০, চিকিৎসা মনোবিজ্ঞান- ৩৫ ও মাইক্রোবায়োলজি বিভাগে ৩০টি আসন রয়েছে। এ বছর চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে ৫টি আসন বাড়ানো হয়েছে।

কৃষি অনুষদ

এ অনুষদের দুই বিভাগের অধীনে রয়েছে ১২০টি আসন। এর মধ্যে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে ৬০টি ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ৬০টি আসন রয়েছে।

প্রকৌশল অনুষদ

এ বছর এ অনুষদের পাঁচ বিভাগে রয়েছে ২৫১টি আসন। এর মধ্যে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল- ৭০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- ৪০, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- ৪৬, ম্যারেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- ৫০ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪৫টি আসন রয়েছে।

ভূ-বিজ্ঞান অনুষদ

এই অনুষদে এ বছর আরও ৫টি আসন বাড়ানো হয়েছে। অনুষদটির দুই বিভাগের রয়েছে ১৩৫টি আসন। এর মধ্যে ভূগোল ও পরিবেশবিদ্যা- ৭৫ এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ৬৫টি আসন রয়েছে। ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে এ বছর আরও ৫টি আসন বাড়ানো হয়েছে।

ফিশারিজ অনুষদ

এই অনুষদের ফিশারিজ বিভাগের অধীনে রয়েছে ৫০টি আসন।

ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ

এই অনুষদের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগে রয়েছে ৫০টি আসন।

ইনস্টিটিউট

এ ছাড়াও রাবিতে রয়েছে দুটি ইনস্টিটিউট। এই দুই অনুষদে রয়েছে ৯৪টি আসন। ইনস্টিটিউড অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ৪৪টি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউড (আইইআর)- ৫০টি আসন রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১২টি অনুষদের ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিডটে আসন রয়েছে ৪ হাজার ১৭টি (কোটা বাদে)। এ বছর বিভিন্ন বিভাগে ৭০টি আসন বাড়ানো হয়েছে। এ ছাড়াও বিশেষ কোটায় আসন রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৬১টি, শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রতি বিভাগ/ইন্সটিটিউটে আসন সংখ্যার ২ শতাংশ, মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার জন্য প্রতি বিভাগের আসন সংখ্যার ৫ শতাংশ এবং খেলোয়াড় কোটায় (জাতীয় পর্যায়ে অভিজ্ঞতা সম্পন্ন) প্রতি বিভাগ/ ইনস্টিটিউটে আসন সংখ্যার ১ শতাংশ ভর্তি হতে পারবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর