Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৮:১২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৯:৩৩

নিউমোনিয়া আক্রান্ত শিশু। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে প্রতিবছর পাঁচ বছরের কম বয়সের প্রায় ২৪ হাজার শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারায়। তবে প্রথম ছয় মাস মাতৃদুগ্ধ পান করানো, লিবারের সচেতনতা ও নিরাপদ পরিবেশ শিশুদের সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিশ্ব নিউমোনিয়া দিবসের অনুষ্ঠানে এসব তথ্য জানান বিশেষজ্ঞরা।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, চাইল্ড হেলম রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) এবং বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি শিশুদের প্রায় ২০ শতাংশ নিউমোনিয়ায় আক্রান্ত। শুধু অ্যান্টিবায়োটিক নয়, নিয়মিত টিকা, প্রথম ছয় মাস মাতৃদুগ্ধ পান করানো, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই শিশু মৃত্যুহার কমাতে কার্যকর।

বিজ্ঞাপন

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মাহবুবুল হক বলেন, ‘এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার অনেক সময় কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। চিকিৎসকেরা সচেতন না হলে সমস্যা আরও বাড়বে। তবে শিশুদের সুস্থ রাখা শুধু ওষুধের ওপর নির্ভর করছে না।’

বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের চিফ অ্যাডভাইজার অধ্যাপক ডা. এ. আর. এম. লুৎফুল কবির বলেন, ‘অতিরিক্ত এক্সরে বা ব্লাড কাউন্ট করা শিশুকে বাড়ি পাঠানো বেশি হয়। আমাদের রোগ শনাক্ত ও চিকিৎসার প্রক্রিয়া সরল ও সঠিক করতে হবে।’

বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান বলেন, ‘শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার মূল কারণ চিহ্নিত করে পুষ্টি ও স্বাস্থ্য নিশ্চিত করা প্রয়োজন। ম্যাল নিউট্রিশনের সমস্যা সমাধান না হলে সুস্থ প্রজন্ম গঠনে বাধা থাকবে।’

বাংলাদেশ নিওনেটাল ফোরামের মহাসচিব অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান বলেন, ‘এতো বেশি নিউমোনিয়ায় আক্রান্ত শিশু শুধু বাংলাদেশে পাওয়া যায়। এটি আন্তর্জাতিক মানে নজর দেওয়ার বিষয়।’

দিবসটি উপলক্ষ্যে হাসপাতালে জনসচেতনতা বৃদ্ধি করতে র‍্যালি, ফটো প্রদর্শনী, লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হয়। ফটো প্রদর্শনিতে শিশুদের নিউমোনিয়া ও অন্যান্য শ্বাসতন্ত্রজনিত রোগের বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয়। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কে. এম. আজিজুল হক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর