Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারেক রহমানের নেতৃত্বে বগুড়া হবে উন্নয়নের রোল মডেল’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৯:০৬ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ২০:২০

বগুড়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, দীর্ঘ ১৭ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়ার মানুষ এবার উন্নয়নের নতুন যুগে প্রবেশ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। তার নেতৃত্বে বগুড়া হবে দেশের উন্নয়নের রোল মডেল।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে শহরের ১০নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রুহুল আমিন সুমনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী মিছিল-মিটিং ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিপি সাইফুল বলেন, “বিগত সময়ে উন্নয়নের নামে লুটপাট ও দুঃশাসনের কারণে বগুড়া বঞ্চিত হয়েছে। অনেক নেতাকর্মী মামলা ও হামলার ভয়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন। এবার সেই অবস্থা বদলাবে। তারেক রহমান বগুড়াবাসীর উন্নয়ন ও দেশের মানুষের সেবায় নিবেদিতভাবে কাজ করবেন। তাই ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করুন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অতীতে বগুড়ার নাম শুনলেই চাকরি বা উন্নয়ন প্রকল্প থেকে বঞ্চিত করা হতো। “আমাদের মনে হতো, আমরা যেন এক দেশে থেকেও অন্য দেশের নাগরিক,” বলেন তিনি।

সমাবেশে জেলা জাসাসের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মেহেদী হাসান হিমু, বিএনপি নেতা অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাহবুব হোসেন লেমন, ফারুকুল ইসলাম ফারুক, হাসনুজ্জামান পলাশ, আবু জাফর জেমস, আব্দুল গফুর দারা, তৌহিদুল ইসলাম, ছাত্রদল নেতা সৈয়দ নাহিদ, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরেফিন আহম্মেদ খালিদ, সুলতান মাহমুদ শিশির, নীরব মোজাহিদ, আসিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশে প্রায় ৪ শতাধিক ভোটার উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারীরা ১০নং ওয়ার্ডের বিভিন্ন মোড়ে ধানের শীষের পক্ষে প্রচার চালান এবং ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর