Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০০ বছরেও গণভোট ঠেকাতে পারবে না বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২০:১৮ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ২০:৫৭

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশে গণভোট হবেই, বিএনপি ১০০ বছর অপেক্ষা করলেও তা ঠেকাতে পারবে না।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জামায়াতসহ আট দলের দাবি আদায় হলে তারা ঘরে ফিরবে। কিন্তু বিএনপি এখনো জনগণের পালস বুঝতে পারেনি। তারা চাঁদাবাজি ও মামলাবাজিতে ব্যস্ত, গত এক বছরে জনগণের প্রকৃত কোনো সেবা দিতে পারেনি।’

তিনি বিএনপিকে জনগণকেন্দ্রিক রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণ এখন পরিবর্তন চায়, সংস্কার চায়। বর্তমান প্রজন্মের জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে।’

বিজ্ঞাপন

সরকারের সমালোচনা করে এসসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘রাষ্ট্র ও জনগণের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে। ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একপক্ষীয়ভাবে কাজ করছে। আন্দোলনকারী শিক্ষক, চিকিৎসক ও নার্সদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।’

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে এবং দেশের জন্য একটি কার্যকর ও মানবিক স্বাস্থ্য কাঠামো গড়ে তুলতে হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর