Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিলামে কেনা ৫ বছরের অধিক পুরাতন গাড়ি ছাড়করণের সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২০:৫২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ২২:০২

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: নিলামের মাধ্যমে কেনা পাঁচ বছরের অধিক পুরাতন গাড়ি বন্দর থেকে ছাড়করণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১২ নভেম্বর) ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠকে আরও তিনটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। এগুলো হচ্ছে- গাজীপুরের কালিয়াকৈরে ‘কালিয়াকৈর হাই-টেক পার্ক’-এ পিপিপি মডেলে ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপন;

স্বল্প মেয়াদে এলএনজি সরবরাহের জন্য সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ কর্তৃক দাখিলকৃত প্রস্তাবটি জি-টু-জি পদ্ধতিতে প্রক্রিয়াকরণ;

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘এস্টাব্লিশমেন্ট অ্যান্ড অপারেশন অব লালদিয়া কন্টেইনার টর্মিনাল এট চিটাগং পোর্ট থ্রোয়াউ পিপিপি মডেল’ শীর্ষক পিপিপি ও জি-টু-জি প্রকল্পটি ৪৮ বছর (মূল কনসেশন ৩৩ বছর+বর্ধিতব্য মোদ ১৫ বছর) মেয়াদে ‘ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট অ্যান্ড ট্রান্সফার’ (ডিবিএফওটি) ভিত্তিতে পরিচালনার লক্ষ্যে ডেনমার্ক সরকারের মনোনীত ‘এপিএম টার্মিনালস বিভি’ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর মধ্যে সম্পাদিতব্য ‘কনসেশন এগ্রিমেন্ট’ চূড়ান্ত অনুমোদন।