ঢাকা: ভারতে বসে ‘মাফিয়া নেত্রী’ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ক্ষমতা ও অর্থলিপ্সার নেশায় কিছু ব্যক্তি দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলেক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘ভারতে বসে মাফিয়া নেত্রী নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য আগামী দিনে অনেক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবেন। এদের কোনো দেশ নাই, দেশপ্রেম নাই। এরা শুধু ক্ষমতা, মানিলন্ডারিং, গুম-খুন ছাড়া আর কিছু বোঝে না।’
তিনি আরও বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন। আশা করি আমরা সবাই এই মাফিয়া নেত্রী ও আওয়ামী লীগের দুঃশাসনকে প্রতিরোধ করতে ঐক্যবদ্ধভাবে রাজপথে সংগ্রাম করব।’
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘১৯৭৫ সালের এই দিনটি জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সিপাহী-জনগণের ইচ্ছায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, কিন্তু এখনও গণতন্ত্র সুদূর পরাহত।’
বর্তমান নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘একটি রাজনৈতিক দল উচ্চকক্ষে-নিম্নকক্ষে পিআর পদ্ধতি চায়। এভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। আমাদের গণতন্ত্রের প্রতি আস্থা রাখতে হবে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।’
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।