Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওনাদানের বাড়িতে পাওয়া গেল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২২:১৩

প্রতীকী ছবি

পিরোজপুর: জেলার ইন্দুরকানীতে পাওনাদারের বাড়ি থেকে মিজান হোসেন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সাঈদখালী গ্রামের খালেক শেখের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিজান হোসেন রাজমিস্ত্রির কাজ করতেন। অবসর সময়ে স্থানীয় জেলেদের সঙ্গে গভীর সমুদ্রে ধাছ ধরতে যেতেন। সেই সুবাদে ট্রলারের মালিক আ. খালেক শেখের ছেলে মহারাজের কাছ থেকে অগ্রিম বাবদ চারমাস আগে পাঁচ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পর থেকে তিনি বাড়ি থেকে লাপাত্তা। মঙ্গলবার শাশুরির মৃত্যুর খবরে মিজান বাড়িতে আসে। এর পর মিজানকে লোকজন দিয়ে নিয়ে মহারাজ বাড়িতে আটকে রাখে।

বিজ্ঞাপন

মহারাজের মা নেহেরুন বেগম বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। বিকেলে বাড়ি ফিরে ঘটনাটি শুনতে পেয়ে দোতলায় গিয়ে মিজানকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয় ফরিদের মাধ্যমে পুলিশকে খবর দিলে তারে এসে মরদেহটি উদ্ধার করে।’

মহারাজের স্ত্রী বলেন, ‘আমি ছাড়া বাড়িতে অন্য কেউ ছিল না। মিজান আমাদের বাড়িতে আসার পর কয়েকবার বমি করেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে বিশ্রামের জন্য দোতালায় থাকতে দেওয়া হয়।’

ইন্দুরকানী থানার উপপরিদর্শক (এসআই) প্রশান্ত বালা বলেন, ‘ঘটনাটি শুনে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করি। এ বিষয়ে তদন্ত চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর