Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়শিতে ধরা পড়ল ৩৭ কেজি ওজনের কালো পোয়া, ১ লাখ ১১ হাজারে বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২২:২৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০০:০৩

জেলের জালে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের বিরল সামুদ্রিক মাছ ‘কালো পোয়া’। ছবি: সংগৃহীত

পটুয়াখালী: মৎস্যবন্দর মহিপুরে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের বিরল সামুদ্রিক মাছ ‘কালো পোয়া’। স্থানীয়ভাবে মাছটি ‘দাঁতিনা’ বা ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামেও পরিচিত।

বুধবার (১২ নভেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের মনোয়ারা ফিশে মাছটি আনা হলে সেটিকে একনজর দেখতে ভিড় জমে যায়। জানা গেছে, মাছটি আল্লাহর দান ট্রলারের মাঝি তরিকুল বড়শি দিয়ে ধরেন। এর ওজন ৩৭ কেজি এবং বিক্রি হয়েছে ১ লাখ ১১ হাজার টাকায়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী সগির আকন বলেন, ‘এমন মাছ সচরাচর পাওয়া যায় না। তাই দেখতে আমরা সকাল থেকেই বন্দরে এসেছি। শুনেছি মাছটির দাম এক লাখ টাকার বেশি— এটা সত্যিই অবাক করার মতো!’

বিজ্ঞাপন

ইকোফিশ বাংলাদেশ’র গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, ‘কালো পোয়া’ (Protonibea diacanthus) Sciaenidae পরিবারের দুষ্প্রাপ্য এক সামুদ্রিক মাছ। এর দৈর্ঘ্য সাধারণত ৫০ থেকে ১৮০ সেন্টিমিটার এবং ওজন ১০ থেকে ২৫ কেজির মধ্যে হয়ে থাকে। তবে কখনো কখনো ৫০ কেজিরও বেশি পাওয়া যায়। বঙ্গোপসাগরের কক্সবাজার, মহেশখালী, সেন্টমার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে এদের দেখা মেলে।

তিনি বলেন, ‘মাছটির বায়ু থলি বা এয়ার ব্লাডারের আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এটি চীনের ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়। সেজন্য মাছটির দাম অনেক বেশি।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বন্দরের জেলেরা ৩৭ কেজি ওজনের একটি দাঁতিনা বা কালো পোয়া পেয়েছেন। এটি অত্যন্ত আনন্দের সংবাদ। এ ধরনের মাছ সচরাচর পাওয়া যায় না।’ তিনি আরও বলেন, ‘সরকারের জাটকা ও মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা মানার সুফল এখন জেলেরা পাচ্ছেন।’

উল্লেখ্য, চলতি বছর আলীপুর মহিপুর মৎস্য বন্দরে এ প্রজাতির পাঁচটি মাছ বিক্রি হয়েছে। এতে মাছের পরিমাণ ও বৈচিত্র্য উভয়ই বাড়ছে, যা উপকূলীয় অর্থনীতির জন্য ইতিবাচক।

সারাবাংলা/পিটিএম