বান্দরবান: জেলার বন বিভাগের অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার টংকাবতী-সুয়ালক সড়কের মিঠাখালী এলাকায় অভিযান পরিচালনা করে একটি অবৈধ কাঠভর্তি ট্রাক আটক করেন বান্দরবান বন বিভাগ।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মুনতাসির রহমান এর নেতৃত্বে জেলা সদরের টংকাবতী-সুয়ালক সংযোগ সড়কের মিঠাখালী এলাকায় অভিযান পরিচালনা করে বন বিভাগ।
এসময় অবৈধ জ্বালানি কাঠবোঝাই ৩ টনা একটি ট্রাক সুয়ালক অভিমুখে আসার সময় মিঠাখালী এলাকায় আটকে দেয় টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার’সহ বন বিভাগের বিশেষ টহল দল। পরে ওই ট্রাক’সহ অবৈধ ২৮০ ঘনফুট জ্বালানীকাঠ জব্দ করা হয়। বর্তমানে জব্দকৃত কাঠ ও তিনটনা ট্রাকটি টংকাবতী রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।
এবিষয়ে টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার জানান, টংকাবতী-সুয়ালক সড়কের মিঠাখালী এলাকায় অভিযান চলিয়ে ট্রাকভর্তি অবৈধ জ্বালানীকাঠ জব্দ করা হয়েছে। জব্দ কাঠের মালিকের বিরুদ্ধে বন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং অবৈধভাবে কাঠ পাচার রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।