Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীতে জুলাই আন্দোলনের ভিডিও প্রদর্শনীতে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট 
১৩ নভেম্বর ২০২৫ ০০:১২

মিরপুরের পল্লবী ঈদগাহ মাঠে ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে ঈদগাহ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত জুলাই-আগস্ট আন্দোলনের ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে দুইটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুর রহমান।

তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে জুলাই-আগস্ট আন্দোলনের ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলছিল ঈদগাহ মাঠে। সেখানে কে বা কারা দুইটি বিস্ফোরণ ঘটিয়েছে সেটি নিশ্চিত করা যায়নি।

ওসি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পটকার আলামত পেয়েছি। ককটেল নয়। তবে অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটেনি। যথাযথ সময়ে অনুষ্ঠান শেষ হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর