Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে গভীর রাতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ০৮:১৮

বরিশাল: বরিশালের উজিরপুরে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার গুঠিয়া বাজারের চার নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন হাওলাদার জানান, রাত ১২টার দিকে অজ্ঞাত দুই ব্যক্তি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. আল মামুন বলেন, ঘটনার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। বাজারের ব্যবসায়ী ও নৈশ প্রহরীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর