হঠাৎ মধ্যরাতে লিওনেল মেসির ক্যাম্প ন্যুতে ফেরা জন্ম দিয়েছিল নানা প্রশ্নের। মেসি কি তাহলে আবার ফিরছেন তার শৈশবের ক্লাব বার্সেলোনায়? বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা অবশ্য সব জল্পনা কল্পনায় পানি ঢেলে দিলেন। লাপোর্তা বলছেন, মেসির বার্সায় ফেরা একেবারেই অবাস্তব।
৩৮ বছর বয়সী মেসি কাউকে না জানিয়েই ঘুরে গেছেন নিজের প্রিয় ক্যাম্প ন্যুতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই সফরকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা জল্পনা কল্পনা। এখানে আরও হাওয়া দিয়েছে মেসির সাম্প্রতিক এক সাক্ষাৎকার। সেখানে মেসি বলেছেন, বার্সায় ফিরতে চান পুরো পরিবারসহ।
তাহলে কি ক্যারিয়ারের সায়াহ্নে এসে আবারও বার্সার জার্সিতে দেখা যাবে মেসিকে? লাপোর্তা অবশ্য সাফ জানিয়ে দিলেন, এমনটা একেবারেই হওয়ার সম্ভাবনা নেই, ‘আমরা কেউই তার বিদায় চাইনি। তবে মেসির প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই বলতে চাই, এই মুহূর্তে কিংবা নিকট ভবিষ্যতে তার বার্সায় ফেরা মোটামুটি অবাস্তব একটি ব্যাপার। এটা আসলে কোনভাবেই সম্ভব নয় বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি।’
মেসির ক্যাম্প ন্যু সফর নিয়ে কিছুই জানতেন না লাপোর্তা, ‘সত্যি বলতে আমি জানতাম না সে আসছে। এটা তার ঘর। বার্সার প্রতি আবেগের জায়গা থেকেই সে এসেছে। নতুন স্টেডিয়ামে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাবো।’
শেষ পর্যন্ত মেসি কি অন্য কোন রূপে কখনো বার্সায় ফিরতে পারবেন কিনা, সেটার জন্য ভক্তদের হয়তো আরও অনেক বছর অপেক্ষা করতে হবে।