চট্টগ্রামে ১৯ মামলার আসামি শিবির নেতা গ্রেফতার
১২ জুলাই ২০১৮ ১৫:০৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে শিবির নেতা কুতুবউদ্দিন শিবলীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শিবলী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের আহ্বায়ক।
বুধবার (১১ জুলাই) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকা থেকে শিবলীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ পাওয়া হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, শিবলীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, গাড়ি পোড়ানোসহ নাশকতার অভিযোগে ১৯টি মামলা রয়েছে। এছাড়া দ্রুত বিচার আইনের একটি মামলায় তার তিন বছর এক মাসের সাজা হয়েছে।
পলাতক থাকায় ওই মামলার তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত। এছাড়া আরো সাতটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা, ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচন বানচালের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংস আন্দোলনের প্রেক্ষাপটে আলোচনায় এসেছিলেন শিবলী। পরিচিতি পান ‘নাশকতাকারীদের গডফাদার’ হিসেবে।
পুলিশ সূত্র মতে, ২০১৩ সাল থেকে যুদ্ধাপরাধীদের বিচারের রায় পরবর্তী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড-মিরসরাই এলাকায় যত সহিংসতা ঘটেছিল সবকিছুর অন্যতম পরিকল্পনাকারী ছিলেন শিবলী। বিগত সংসদ নির্বাচন পূর্বাপর সীতাকুণ্ডে বিভিন্ন সহিংস ঘটনার মধ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে রাখে জামায়াত-শিবির। মহাসড়কে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, পুলিশের ওপর হামলাসহ নাশকতার ঘটনার নেপথ্য পরিকল্পনাকারী ও কারিগর ছিলেন কুতুবউদ্দিন শিবলী। তার নেতৃত্বে জামায়াত-শিবিরের প্রশিক্ষিত একটি ক্যাডার বাহিনী প্রায় দুই বছর ধরে চালায় ত্রাসের রাজত্ব।
২০১৪ সাল থেকে কয়েকবার পুলিশের হাতে গ্রেফতার হয় শিবলী। বারবার জামিনে বেরিয়ে শিবলী অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন- জানান ইফতেখার হাসান।
সারাবাংলা/আরডি/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook