ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “একটি কথিত গণভোটের জন্য যদি রাষ্ট্রকে তিন হাজার কোটি টাকা ব্যয় করতে হয়, তাহলে সেই অর্থ দিয়ে কৃষকদের আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।”
বুধবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা। কৃষক এখন বিপাকে আছে। সরকার যদি জনগণের আসল সমস্যা বুঝতে না পারে, তাহলে কথিত গণতন্ত্রের নামে অর্থ অপচয়ই হবে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারকে হুমকি-ধমকি না দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের মুখোমুখি হোন। জনগণই আসল রায় দেবে। যে দল জনগণের সঙ্গে থাকবে, তারাই জয়ী হবে।”
দেশে সড়ক দুর্ঘটনায় হতাহতের হার বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের সঙ্গে শত শত দফা আলোচনা হয়েছে, কিন্তু সড়ক নিরাপত্তা বিষয়ে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এটি দেশের জন্য ভয়াবহ সংকেত।”