Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ প্রতিরোধে চট্টগ্রামে ছাত্রশিবিরের ‘বাইক মহড়া’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৪:১৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৫:২৫

চট্টগ্রামে ছাত্রশিবিরের ‘বাইক মহড়া’। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ‘অপতৎপরতা ও নাশকতা’ প্রতিরোধে চট্টগ্রাম নগরীতে বাইক শোডাউন করেছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে নগরীর মুরাদপুর, ষোলশহর, দুই নম্বর গেট, জিইসি মোড়, কাজির দেউড়িসহ নগরীর আরও বিভিন্ন গুরুতরবপূর্ণ সড়কে মোটর সাইকেল নিয়ে মহড়া দেন শিবিরের নেতাকর্মীরা। এরপর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিবিরের নেতাকর্মীরা অবস্থান নেন।

মহড়ায় নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর উত্তর শাখা শিবিরের সভাপতি তানজীর হোসেন জুয়েল ও দক্ষিণ মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।

বিজ্ঞাপন

তানজীর হোসেন জুয়েল সাংবাদিকদের বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত লকডাউন কর্মসূচির নামে দেশে অপতৎপরতা শুরু করেছে। চট্টগ্রামেও তারা অরাজকতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। আমরা আওয়ামী লীগের অপতৎপরতা রোধে রাজপথে আছি। আমরা চট্টগ্রামের জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণভাবে মাঠে আছি। ছাত্রশিবির সবসময় জনগণের পাশে থেকে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’