ঢাকা: ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপি চেয়ারপার্সন কার্যালয়, গুলশানে দলের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরুম মাহমুদ চৌধুরী বলেন, ‘একতা ধ্বংস হলে ফ্যাসিবাদী প্রবণতা বাড়তে পারে, যা রাজনৈতিক সংহতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরে।’
তিনি আরও বলেন, সাক্ষাৎকালে ফ্রান্সের সঙ্গে শিল্প খাতে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে ভবিষ্যতে সম্ভাব্য যৌথ প্রকল্প ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগগুলোর কথাও উল্লেখ করেছেন।
খসরু বলেন, বৈঠকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন ঘটনাবলি নিয়ন্ত্রণ ও সঠিক তথ্য নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।