Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লকডাউনের প্রভাব নেই ব্যাংকে, লেনদেন স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৪:৫৪ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৬:০৩

-ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আহুত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটলেও বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর অফিসপাড়া খ্যাত মতিঝিল, য‌াত্রাবাড়ী, পল্টন, দৈনিক বাংলা ও বাংলামটর এলাকায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিকভাবে লেনদেন চলছে। তবে অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় বিভিন্ন ব্যাংকের শাখায় গ্রাহকদের উপস্থিতি ছিল কিছুটা কম।

ব্যাংক কর্মকর্তারা জানান, দিনের শুরুতে কিছুটা কম গ্রাহক এলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। লেনদেনের পরিবেশ পুরোপুরি স্বাভাবিক আছে।

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকের পল্টন শাখায় চেক ভাঙাতে আসা গ্রাহক হা‌মিদুল ইসলাম বলেন, ‘ভাবছিলাম লকডাউনের কারণে ভিড় কম থাকবে, কিন্তু আসার পর দেখি স্বাভাবিক। তবে খুব অল্প সময়েই কাজ শেষ হয়েছে।’

অন্যদিকে, সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের গ্রাহক শ‌রিফুল ইসলাম বলেন, ‘আজ টাকার প্রয়োজন ছিল, তাই এসেছি। শুরুতে পরিবার থেকে নিষেধ করেছিল, আমিও একটু ভ‌য়ে ছিলাম। কিন্তু বাইরে এসে দেখি সব ঠিক আছে, সবাই নিজ নিজ কাজ করছে আগের ম‌তোই।’

লেনদেনের পরিস্থিতি সম্পর্কে এক্সিম ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা হারুন অর র‌শিদ বলেন, ‘কোথাও লকডাউনের প্রভাব দেখ‌ছি না। গ্রাহকরা স্বাভাবিকভাবে ব্যাংকমুখী হচ্ছেন। সকাল থেকে লেনদেন স্বাভাবিক চলেছে, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকের উপস্থিতিও বাড়ছে। এককথায়, অন্যান্য দিনের মতোই লেনদেন কার্যক্রম চলছে।’

সারাবাংলা/এসএ/এসআর