Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৫:২২ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৬:৫৯

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পরে অজ্ঞাত (৩২) এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩) নভেম্বর) সকাল ৭টার দিকে খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেল এলাকার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বশলুর রশিদ জানান, সকালে রেললাইন দিয়ে অসাবধানতাবশত পার হওয়ার সময় কমলাপুরগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক। এতে বুক বরাবর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠনো হয়।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরনে ছিল ময়লা পোশাক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর