Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট সীমান্তে ৩০ হাজার কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৬:০১

ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সিলেট: সিলেট সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে এক কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ও বৃহস্পতিবার (১২ ও ১৩ নভেম্বর) রাতভর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮) বিভিন্ন বিওপি—কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল—এর টহল দল সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে।

এ সময় ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ও হোয়াইটটোন ফেসওয়াশ, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। এছাড়া, অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকাও আটক করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৩০ হাজার কেজি ভারতীয় পেঁয়াজসহ তিনটি গাড়ি জব্দ করে।

বিজিবির হিসাব অনুযায়ী, এসব অভিযানে জব্দ হওয়া মালামালের সিজারমূল্য এক কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকা সমপরিমাণ ।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হয়েছে। জাল টাকা পাচার রোধ ও সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, জব্দ হওয়া পণ্য ও পেঁয়াজসহ অন্যান্য মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর