মুগদায় গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
১২ জুলাই ২০১৮ ১৫:৩৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর মুগদার দক্ষিণ মান্ডায় মৌসুমী আক্তার মিতু (২০) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুলাই) ভোর ৬টার দিকে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান জানায়, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যা করেছে মিতু। সম্পর্কটা মেনে নিচ্ছিল না মিতুর পরিবার। বারবার সে বিয়ের কথা বললেও কোন অবস্থাতেই রাজি হচ্ছিল না তার পরিবার। সেই ক্ষোভে ভোরে নিজ বাসার দ্বিতীয় তলায় জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় মিতু।
পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। পরে পুলিশ মিতুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
মিতুর বড় ভাই আহম্মদ আলী জানায়, তারা দক্ষিণ মান্ডা ৩নম্বর গলির ১৪৪নম্বর নিজের বাসায় থাকে। তিন ভাই এক বোনের মধ্যে মিতু ছিল তৃতীয়। সে টিকাটুলি সেন্ট্রাল উইমেন মহিলা কলেজে ব্যবস্থাপনা বিভাগের পড়াশোনা করতো।
সারাবাংলা/এসএসআর/এমও