ঢাকা: রাজধানীর রামপুরা এলাকায় চারতলা থেকে নিচে পরে আয়ান মো. জাওজি (১০) নামের এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে রামপুরা উলন বাজার এলাকার একটি বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত শিশুর চাচা জাহাঙ্গীর হোসেন জানান, রামপুরা উলন বাজার এলাকায় ৬তলা নিজেদের বাড়িতে পরিবারের সঙ্গে থাকতো আয়ান। সে শারিরিক প্রতিবন্ধি ছিল। বাড়িটির ৬তলা পর্যন্ত ছাদ হলেও চারতলা পর্যন্ত সম্পূর্ন হয়েছে। চারতলাতেই থাকতো তারা। দুই ভাই এক বোনের মধ্যে ছোট ছিল আয়ান
তিনি আরও জানান, আয়ান কখন ছাদে গিয়েছে তা কেউ টের পাইনি। হঠাৎ চারতলার ছাদ নিচে পরে আহত হয়। দেখতে পেয়ে স্বজনরা প্রথমে বেটারলাইফ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে স্বজনরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।