নেত্রকোনা: নানান আয়োজনে বাংলা সাহিত্যের বরপুত্র লেখক, নাট্যকার ও চলচ্চিত্রকার ড. হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন তার নিজ জেলা ও পৈতৃক বাড়িতে উদযাপিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে লেখক হুমায়ূন আহমেদকে লালনকারী সংগঠন ‘হিমু পাঠক শহরের স্থানীয় তরুণরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির মঞ্চের সামনে এসে শেষ করা হয়। এতে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
তারপর শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে হিমু উৎসবে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, লেখক ও বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক আলপনা বেগম প্রমুখ।
উপস্থিত বক্তারা বলেন, ‘জননন্দিত হুমায়ূন আহমেদ এপার ওপার বাংলার একজন অমর জননন্দিত লেখক, চলচ্চিত্রকার, নাট্যকার ও কথাসাহিত্যিক। তাকে অবশ্যই প্রতি বছর জন্ম ও প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে হবে। তিনি বাংলাদেশ ও বাংলা ভাষাভাষীর নিকট অবিসংবাদিত লেখক হিসেবে স্থান করে নিয়েছেন।’
এদিকে, হুমায়ূন আহমেদের পৈতৃক বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্ৰামে শহিদ স্মৃতি বিদ্যাপীঠে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়া অনুষ্ঠিত হয়।