চট্টগ্রাম ব্যুরো: জেলার বোয়ালখালী উপজেলায় একটি গরুর খামারে অভিযান চালিয়ে অস্ত্র-বিস্ফোরকসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এদের মধ্যে দু’জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও একজন ইসলামী ফ্রন্টের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলার কধুরখীল ইউনিয়নের জামতলা এলাকায় ‘আস্থা অ্যাগ্রো’ নামে একটি গরুর খামারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন- নুরুল আমিন (৪২), আবু নাসের জিলানী (৫২) ও মো. শাহাদাত হোসেন (৪২)।
সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে নুরুল আমিনকে যুবলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ আমলের বিতর্কিত সব নির্বাচনে ভোটকেন্দ্র দখল এবং চাঁদাবাজি-দখলবাজির অভিযোগ আছে। ২০১৫ সালের ১৫ জানুয়ারি উপজেলার চৌধুরীহাটে সৌখিন সিটি মার্কেট নামে একটি বিপণি বিতান দখলের জন্য প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় নুরুল আমিনের নেতৃত্ব দেওয়ার অভিযোগ আছে।
গ্রেফতার অপর দু’জনকে আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তীতে আবু নাসের জিলানী ইসলামী ফ্রন্টের রাজনীতিতে যুক্ত বলে তথ্য পেয়েছে সেনাবাহিনী।
অভিযান পরিচালনাকারী মাঠপর্যায়ে দায়িত্বরত বোয়ালখালী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ সারাবাংলাকে বলেন, ‘জিলানী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নামে একটি রাজনৈতিক দলের বোয়ালখালী উপজেলার সিনিয়র সহ-সভাপতি। তাকে গ্রেফতারের পর বোয়ালখালীতে অনেক মতবাদ আসছে এবং ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে যে, তিনি এগুলোর সঙ্গে যুক্ত না। কিন্তু আমি যখন অপারেশন পরিচালনা করেছি, তখন উনাকে ওই গরুর খামারে বাকি দু’জন যে আওয়ামী লীগের কর্মী অথবা সন্ত্রাসী, ওদের সঙ্গে আঁতাত করা অবস্থায় পাওয়া গেছে অস্ত্রসহ। তখন তাকেও গ্রেফতার করা হয়।’
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি শটগান ও একটি কার্তুজ, চারটি ককটেল, চারটি মোবাইল ফোন এবং নগদ ৮৯ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে পরিকল্পনা করার জন্য তারা গরুর খামারটিতে জড়ো হয়েছিলেন। তাদের বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।