Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে ড্রাম থেকে মানুষের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৮:৪৪ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২০:১০

এই দুটি ড্রামের ভেতর ছিল মানুষের মরদেহের খণ্ডিত অংশ। ছবি: সংগৃহীত

ঢাকা: শাহবাগ ঈদগাঁহ মাঠ পানির পাম্পের পাশের প্রধান সড়কে একটি ড্রাম থেকে মানুষের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে এগুলো উদ্ধার।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নীল রংয়ের ড্রাম থেকে মানুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা ড্রামটি রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে আঙ্গুলের ছাপের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। মরদেহটি আশরাফুল হক (৪২) নামের এক ব্যক্তির। তার বাবার নাম মো. আব্দুর রশীদ, মায়ের নাম এছরা বেগম। গ্রামোর বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে।

বিজ্ঞাপন

ওসি খালিদ মনসুর আরও জানান, সন্ধ্যার দিকে হাইকোর্টসংলগ্ন রাস্তা থেকে নীল রংয়ের দুটি ড্রাম দেখে লোকজন থানায় খবর দেয়। পরে ড্রাম খুলে মানুষের খণ্ডিত মরদেহ পাওয়া যায়। মরদেহটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুটি নীল ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল।

পুলিশের ধারণা, দুয়েকদিন আগে হত্যার পর এখানে ড্রামে করে মরদেহ ফেলে গেছে। খণ্ডিত মরদেহের গালা থেকে পা পর্যন্ত সবকিছুই আলাদা করা। তার মুখে দাড়ি রয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর