ঢাকা: জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তার দাবি, প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই জাতীয় সনদ নিজেই লঙ্ঘন করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি এমন দাবি করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন। কারণ, জাতীয় সনদে তিনি স্বাক্ষর করেছেন এবং এ ভাষণের মাধ্যমে তা তিনি লঙ্ঘন করেছেন। আপাতত এটুকুই আমার প্রতিক্রিয়া।’
তবে কীভাবে ‘জুলাই সনদ লঙ্ঘন’ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। বিএনপি নেতা জানান, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যায় দলীয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যা ৭টায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান উপদেষ্টার ভাষণ এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে একই দিনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে আয়োজন করা হবে, যা সংস্কার প্রক্রিয়াকে আরও কার্যকর ও সাশ্রয়ী করবে।
এদিনই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এ সই করেন। ওই আদেশে গণভোটে উপস্থাপিত প্রশ্নও নির্ধারণ করা হয়। ড. ইউনূস ভাষণে বলেন, ‘জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছি। এতে জনগণ তাদের মতামত জানাতে পারবেন যে, তারা সনদে বর্ণিত সাংবিধানিক সংস্কারের প্রস্তাবগুলোর পক্ষে কি না।’
গণভোটের প্রশ্নে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দলীয় নেতৃত্বের ভূমিকা এবং স্থানীয় সরকারসহ ৩০টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
বিএনপি দাবি করছে, সংবিধান অনুসারে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই, তিনি কেবল অধ্যাদেশ জারি করতে পারেন—এ কারণেই দলটি আদেশটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। সন্ধ্যার বৈঠকের পর বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানা গেছে।