Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন ১৭ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৮:৪০ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৯:৪৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ফাইল ছবি

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার ও পদ স্থগিত হওয়া সারাদেশের ১৭ নেতার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ও পদ স্থগিত নেতাদের আবেদনের প্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট দলীয় সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে তাদের বহিষ্কারাদেশ ও স্থগিতাদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

সদস্য পদ ফিরে পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, দিনাজপুর জেলার বিরল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. সাদেক আলী ও সাবেক মহিলাবিষয়ক সম্পাদক মোসা. ফিরোজা বেগম সোনা এবং হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহিন।

বিজ্ঞাপন

এ ছাড়া ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মো. বাবর আলী বিশ্বাস, ভোলাহাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলার জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মো. শহিদুল ইসলাম আজম, নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন ও সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য মো. জামাল উদ্দিন গাজীও দলের সদস্য পদ ফিরে পেয়েছেন।

এ তালিকায় আরও আছেন কুমিল্লা দক্ষিণ জেলার নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলাম।

একইসঙ্গে, দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে স্থগিত হওয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রাব্বি মাখনের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে দলকে সংগঠিত ও ঐক্যবদ্ধ রাখার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর