Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি ব্যাংক পিএলসি’র ক্লাইমেট রিপোর্ট প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৮:৪৩

ঢাকা: সিটি ব্যাংক পিএলসি ক্লাইমেট রিপোর্ট ২০২৪ প্রকাশ করেছে। এই রিপোর্টটি আন্তর্জাতিক সাস্টেইনেবিলিটি স্ট্যান্ডার্ডস বোর্ড প্রণীত আইএফআরএস এস ১ ও আইএফআরএস এস ২ এর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তুত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিটি ব্যাংকের হেড অব পিআর এন্ড মিডিয়া ইয়াহিয়া মির্জার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রিপোর্টটির উদ্দেশ্য হলো বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য সুস্পষ্ট এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়ক তথ্য তুলে ধরা। এতে ব্যাংকের পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কৌশলগত পরিকল্পনায় সাসটেইনেবিলিটি এবং জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি ও সম্ভাবনা সংক্রান্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

রিপোর্টটিতে সিটি ব্যাংকের সাসটেইনেবিলিটি ও জলবায়ু-সম্পর্কিত বিষয়াদি তদারকির জন্য ব্যাংকের প্রশাসনিক কাঠামো এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম ব্যাবসায়িক মডেল গঠনে গৃহীত কৌশলসমূহ তুলে ধরা হয়েছে। এছাড়াও এতে কার্বন নির্গমন হ্রাসে ব্যাংকের কার্যক্রমের অগ্রগতি, জলবায়ু ঝুঁকি মূল্যায়ন এবং টেকসই ও সবুজ অর্থায়ন উদ্যোগসমূহ তুলে ধরা হয়েছে। এই রিপোর্টে আমাদের নীট-জিরো অঙ্গীকারের অগ্রগতি নির্দেশকারী পরিমাপ ও লক্ষ্যসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ উপলক্ষ্যে সিটি ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, নিয়ন্ত্রক সংস্থা, বিনিয়োগকারী ও অন্যান্য স্টেকহোল্ডারদের পক্ষ থেকে সাসটেইনেবিলিটি এবং জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি ব্যবস্থাপনার তথ্য প্রকাশে স্বচ্ছতার প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আইএফআরএস এস ১ এবং এস ২ এর সঙ্গে সামঞ্জস্য রেখে ক্লাইমেট রিপোর্ট প্রকাশের মাধ্যমে আমরা আমাদের দায়বদ্ধতার কাঠামো আরও শক্তিশালী করেছি এবং টেকসই ও জলবায়ু-সহনশীল ভবিষ্যতের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।

সিটি ব্যাংক তার মূল ব্যবসায়িক কৌশলের সাথে জলবায়ু-সংক্রান্ত বিষয়সমূহকে সমন্বয় করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং জলবায়ু অর্থায়ন বৃদ্ধির লক্ষ্যে দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে।

সারাবাংলা/ইএইচটি/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর