Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাব-কন্ট্রাক্টে তৈরি পোশাক রফতানিতেও মিলবে প্রণোদনা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৮:৫৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৯:৪৩

– ফাইল ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্যের পাশাপাশি এখন থেকে সাব-কন্ট্রাক্টিং প্রক্রিয়ায় উৎপাদিত তৈরি পোশাক ও বস্ত্রজাত পণ্য রপ্তানির বিপরীতেও প্রণোদনা দেবে সরকার। তবে কিছু শর্ত মেনে এসব রফতানি হতে হবে।

বুধবার (১২ নভেম্বর) সরকারি সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে।

সার্কুলার অনুযায়ী, নিজস্ব সচল কারখানা রয়েছে এমন প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক সাব-কন্ট্রাক্টিং প্রক্রিয়ায় উৎপাদিত তৈরি পোশাক বা বস্ত্রসামগ্রী রফতানির ক্ষেত্রে নিট এফওবি মূল্যের ওপর নগদ সহায়তা পাবেন। সাব-কন্ট্রাক্টিং প্রক্রিয়ার ক্ষেত্রে বিদ্যমান ‘তৈরি পোশাক শিল্পে সাব-কন্ট্রাক্টিং গাইডলাইন-২০১৯’ এবং ‘সরাসরি রফতানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান (ওয়্যারহাউজ পদ্ধতির আওতায় সাময়িক আমদানি, ওয়্যারহাউজ পরিচালনা ও কার্যপদ্ধতি) বিধিমালা, ২০২৪’ অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন

আরও বলা হয়েছে, নিজস্ব কারখানায় উৎপাদিত প্রতিষ্ঠানের মতো একই হারে প্রণোদনা মিলবে। রফতানির জন্য এখন থেকে জাহাজীকৃত পণ্যে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে উৎপাদনে সম্পৃক্ত নয় এরকম ট্রেডার বা কোম্পানি এ সুবিধা পাবে না।

এতে আরও বলা হয়েছে, বস্ত্রখাতে রপ্তানিতে বিশেষ নগদ সহায়তা সংক্রান্ত জারিকৃত এফই সার্কুলার পত্রে বর্ণিত অপরাধ অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, রপ্তানি বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত ‘ফার্স্ট সেলস ফ্রেমওয়ার্ক’র আওতায় যুক্তরাষ্ট্রে রফতানি সহজ করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর