Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ প্রতিরোধে চট্টগ্রামে ৭ স্পটে জামায়াতের অবস্থান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৯:০২ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৯:৪৪

আ.লীগ প্রতিরোধে চট্টগ্রামে জামায়াতের অবস্থান

চট্টগ্রাম ব্যুরো: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদি ষড়যন্ত্র-সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধের ডাক দিয়ে চট্টগ্রাম নগরীর ৭টি গুরুত্বপূর্ণ স্পটে দিনভর মিছিল-সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্পটে অবস্থান নিতে শুরু করেন।

এর মধ্যে নিউমার্কেট মোড়ে নগরীর কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমির হোছাইনের নেতৃত্বে, আগ্রাবাদ বাদামতল মোড়ে ডবলমুরিং থানার আমির ফারুকে আজম, এ কে খান মোড়ে আকবর শাহ থানার আমীর আব্দুল হান্নান চৌধুরী, অক্সিজেন মোড়ে বায়েজিদ থানার আমির জাকির হোসেন, মুরাদপুর মোড়ে পাঁচলাইশ থানার আমির মাহবুবুর হাসান রুমী, বহদ্দারহাট মোড় চান্দগাঁও থানার নায়েবে আমির জসিম উদ্দিন এবং শাহ আমানত সেতু এলাকায় বাকলিয়া থানার আমির সুলতান আহমদের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন।

বিজ্ঞাপন

নিউমার্কেট মোড়ের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের মানুষ বারবার গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু পতিত ফ্যাসিবাদি শক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের মৌলিক অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা রাজনীতির নামে সন্ত্রাস, দমন-পীড়ন ও নাশকতা চালিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা করছে। পতিত স্বৈরাচারী চক্রের পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। সাধারণ জনগণ এ ষড়যন্ত্র রুখে দাঁড়াবে। দেশের মানুষের অধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াত সবসময় রাজপথে থাকবে।’

বিভিন্ন স্পটে এসব কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- নগর জামায়াতে সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী এবং বিভিন্ন আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, শফিউল আলম, আব্দুল মালেক চৌধুরী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর