ঢাকা: জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে গোটা দেশ উজ্জীবীত হয়েছে এবং জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের বিষয়ে জনগণ আশ্বস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি একথা বলেন।
ডা. ইরান বলেন, ড. ইউনুসের নেতৃত্বে ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা জাতির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। এটি গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র মেরামত ও জনগণের শাসন প্রতিষ্ঠার অভিযাত্রায় এক ঐতিহাসিক পদক্ষেপ।
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মানুষ যে রক্ত দিয়েছে, তার ন্যায়সঙ্গত পরিণতি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত। আমরা বিশ্বাস করি ড. ইউনুসের নেতৃত্বে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে।’