Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজভীর সই জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ২০:০৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২১:৪৫

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলের পক্ষ থেকে এ ঘটনায় আনুষ্ঠানিক একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল বিএনপির নামে তার সই জাল করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তথাকথিত ওই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ফেসবুকে প্রকাশিত তথাকথিত প্রেস বিজ্ঞপ্তিটি আমার সইয়ে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। ভুয়া ওই বিজ্ঞপ্তি দেখে কেউ যেন বিভ্রান্ত না হন।

বিএনপির দফতর সূত্র জানায়, ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়বস্তুতে দলের অবস্থান বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রচারের পর সামাজিক মাধ্যমে কিছু নেতাকর্মীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।

দলীয় সূত্র আরও জানিয়েছে, ঘটনাটির উৎস ও দায়ীদের শনাক্ত করতে বিএনপির পক্ষ থেকে অনুসন্ধান চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর