গোবিপ্রবি: অননুমোদিতভাবে বিদেশে অবস্থান ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় ছয় কর্মকর্তাকে সাময়িক ও স্থায়ীভাবে বরখাস্ত করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপাচার্য মহোদয়ের আদেশক্রমে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও সহকারী রেজিস্ট্রার নূরুন্নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা বোর্ডের সুপারিশ এবং রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ এর ২(চ) ধারা মোতাবেক সহকারী রেজিস্ট্রার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলামকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত এবং ফৌজদারি মামলার আসামি হওয়ায় একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার নজরুল ইসলাম ও কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার ফারজানা ইসলামকে সাময়িকভাবে চাকরি হতে বহিষ্কার করার কথা উল্লেখ করা হয়।
এছাড়াও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাসকে স্থায়ীভাবে এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের উপ-পরিচালক তুহিন মাহমুদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান থাকায়, মামলা প্রত্যাহার না করা পর্যন্ত সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে।