Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি বৈঠকে বিএনপি, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ২০:১২ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২১:৪৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক।

ঢাকা: জরুরি বৈঠকে বসেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠক চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর শুরু হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করছেন।

বৈঠকের বিষয় সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে। বিএনপি আগে থেকেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবি জানিয়ে আসছিল। আজ দুপুরের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর