Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঐক্য মানে অন্ধ সমঝোতা নয়: ড. মঈন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ২১:৩৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২২:৫৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, জাতীয় ঐক্য মানে অন্ধ সমঝোতা নয়; বরং ভিন্নমতের প্রতি সম্মান দেখিয়ে যৌক্তিক ও গণতান্ত্রিক উপায়ে ঐক্য গড়ে তোলা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন, ‘গণতন্ত্রে মতভেদ স্বাভাবিক বিষয়। জাতীয় ঐক্য মানে কোনো নিরঙ্কুশ মতের চাপিয়ে দেওয়া নয়, বরং সকলের মতামতকে গুরুত্ব দিয়ে যুক্তির ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র শুধু সংখ্যাগরিষ্ঠের শাসন নয়, সংখ্যালঘুর মতকেও সমানভাবে মর্যাদা দেওয়া জরুরি। কারণ প্রকৃত গণতন্ত্রে ভিন্নমতই শক্তির উৎস।’

বিজ্ঞাপন

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি রাজনৈতিক দলগুলোকে পরস্পরের মতামত শোনা ও সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য ও শিক্ষাবিদরাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর