Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে সরকার: সারোয়ার তুষার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ২১:৪৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২২:৫৬

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, জুলাই সনদ দেশের জনগণের গণআকাঙ্ক্ষার প্রতিফলন হলেও, বর্তমান সরকার তা সঠিকভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় কৃষক শক্তি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই জুলাই সনদ বাস্তবায়নে যথেষ্ট আন্তরিকতা দেখাতে পারেনি। নির্বাহী আদেশের মাধ্যমে নিজে বাস্তবায়নের পরিবর্তে রাষ্ট্রপতির ওপর দায়িত্ব ছেড়ে দেওয়া সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ পদক্ষেপ।’

বিজ্ঞাপন

সারোয়ার তুষার মনে করেন, ‘এ ধরনের পদক্ষেপ কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও হুমকি।’

তিনি বলেন, ‘যদি সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়, তবে জনগণের আস্থা কমবে এবং রাজনৈতিক অস্থিরতা বাড়বে।’

কৃষকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষকরাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। তাদের সংগঠিত না করলে গণতন্ত্রের ভিত্তি শক্ত হবে না।’ তিনি আরও আহ্বান জানান, কৃষকদের রাজনৈতিকভাবে সংগঠিত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামতকে প্রতিফলিত করতে হবে।

সভায় এনসিপি ও কৃষক শক্তির অন্যান্য নেতারা কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, উৎপাদন খরচের যৌক্তিক মূল্য নির্ধারণে রাষ্ট্রীয় হস্তক্ষেপ, এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর