ঢাকা: জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রধানের নীতিনির্ধারণী ভাষণে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও এ আদেশকে কেন্দ্র করে নানা সাংবিধানিক প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের উদ্যোগকে স্বাগত জানানো যায়। তবে এই প্রক্রিয়ায় বেশ কিছু মৌলিক প্রশ্নের উত্তর স্পষ্ট নয়।’
সাইফুল হক বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো সাংবিধানিক আদেশ দিতে পারে কি না, এ নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। রাষ্ট্রপতির নামে এ ধরনের আদেশ দেওয়া অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট ও এখতিয়ারের বাইরে।’
তিনি আরও বলেন, ‘গণভোটে যেভাবে চারটি ভাগে ভাগ করে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সেখানে কেবল একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তর দেওয়ার পদ্ধতি জটিল। এভাবে গণভোটের মূল উদ্দেশ্য ও জনগণের প্রকৃত মতামত যথাযথভাবে প্রতিফলিত নাও হতে পারে।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকের পর যেভাবে জুলাই সনদ সই হয়েছিল, বাস্তবায়ন আদেশে তার প্রতিফলন দেখা যায়নি। এতে নতুন রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।’
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, গণভোট আয়োজনের আগে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা করে এ প্রক্রিয়াকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার।