দীর্ঘ দুই বছরের শীতলতার পর কানাডা ও ভারত বাণিজ্য সম্পর্ক পুনর্নির্মাণ এবং নতুন সহযোগিতার ক্ষেত্র অন্বেষণে কাজ করছে। কানাডার বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধু বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জানিয়েছেন, অটোয়া ‘একটি নতুন প্রক্রিয়ার’ অধীনে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহী। খবর রয়টার্স।
তিন দিনের ভারত সফরে আসা সিধু ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এই বৈঠককে খুবই ফলপ্রসূ বলে বর্ণনা করেন।
আলোচনায় সমালোচনামূলক খনিজ, পরিচ্ছন্ন শক্তি, কৃষি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-এর মতো ক্ষেত্রগুলোতে মনোযোগ দেওয়া হয়।
বৈঠকের পর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সিধু বলেন, ‘বৈঠকটি খুব ভালোভাবে হয়েছে। আমরা সুযোগের ক্ষেত্রগুলোতে মনোনিবেশ করেছি—মহাকাশ প্রযুক্তি, এআই, সমালোচনামূলক খনিজ, শক্তি, কৃষি—এবং আমরা একসঙ্গে আরও কী করতে পারি।”
২০২৩ সালে কানাডায় একজন শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ঘটনায় নয়াদিল্লির জড়িত থাকার অভিযোগের পর দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় কানাডা একটি বৃহত্তর বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছিল। সিধুর এই সফর সেই সময়ের পর উচ্চপর্যায়ের প্রথম বড় বাণিজ্য আলোচনা।