Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৬ বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছেন রোনালদো?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ০৯:৪০

পর্তুগালের হয়ে প্রথমবার লাল কার্ড দেখলেন রোনালদো

পর্তুগালের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে রেকর্ড ২২৫ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। লম্বা এই সময়ে কখনোই জাতীয় দলের হয়ে লাল কার্ড দেখেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই রোনালদোই নিজের ২২৬তম ম্যাচে এসে দেখলেন প্রথম লাল কার্ড। আর এতেই জেগেছে নতুন শঙ্কা। প্রতিপক্ষের ফুটবলারকে বাজেভাবে আঘাত করার দায়ে ২০২৬ বিশ্বকাপের প্রথমভাগে নিষিদ্ধ হতে পারেন সিআর সেভেন!

বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২-০ গোলে হেরেছে পর্তুগাল। সেই ম্যাচের ৬১ মিনিটের মাথায় আইরিশ ডিফেন্ডার ডারা ওশেকে কনুই দিয়ে আঘাত করেন রোনালদো। প্রথমে তাকে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআরের সাহায্য নিয়ে রেফারি সরাসরি লাল কার্ড দেখান পর্তুগিজ অধিনায়ককে।

বিজ্ঞাপন

এই লাল কার্ডে নিশ্চিতভাবেই আগামী ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচ মিস করবেন রোনালদো। শুধু তাই নয়, ফিফাই নিয়ম বলছে, কোন ফুটবলার প্রতিপক্ষকে বাজেভাবে ফাউল করলে বাড়তি ১ থেকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন।

রোনালদো যদি বাড়তি ১ কিংবা ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হন, তাহলে তার সেই নিষেধাজ্ঞা কাটাতে হবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের। এর আগের কোন টুর্নামেন্ট বা ম্যাচে এই নিষেধাজ্ঞা কাটানো যাবে না।

আইরিশদের বিপক্ষে হারলেও এখনো ১০ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। আর্মেনিয়ার বিপক্ষে জিতলেই সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করবেন তারা। ড্র করলেও থাকবে বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের দিকে।

রোনালদো শেষ পর্যন্ত কয় ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন, সেদিকেই তাকিয়ে আছেন পর্তুগাল সমর্থকরা।

বিজ্ঞাপন

২৩ জেলায় নতুন ডিসি
১৪ নভেম্বর ২০২৫ ০৮:৩৯

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর