শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া হওয়া; সাম্প্রতিক সময়ে এ যেন হয়ে উঠেছে বাংলাদেশের প্রতি ম্যাচের চিত্র। নেপালের বিপক্ষেও এর ব্যতিক্রম হলো না। হামজার জোড়া গোলে এগিয়ে গিয়েও অন্তিম মুহূর্তে গোল খেয়ে ২-২ ব্যবধানে ড্র করল বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা জানালেন বাংলাদেশের শেষ মুহূর্তে গোল হজমের কারণ।
গত অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ৩-৩ সমতায় শেষ হতে চলা ম্যাচে যোগ করা সময়ের ১১তম মিনিটে গোল হজম করে ৪-৩ ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশ। নেপালের বিপক্ষে না হারলেও নিশ্চিত জয় পাওয়া ম্যাচে ড্র করেছেন হামজারা।
বাংলাদেশের এমন অন্তিম মুহূর্তে গোল খাওয়ার প্রবণতা নিয়ে তাই স্বভাবতই প্রশ্ন উঠেছে। শেষ মুহূর্তে বাংলাদেশ গোল হজম করে করে কেন? শেষ দিকে মনোযোগ ছুটে যায়, নাকি ব্যাপারটা পুরোটাই মানসিক?
কাবরেরা বলছেন, ‘আমি বলব না এটা মানসিক সমস্যা। অনুশীলনে এবং ম্যাচে আমরা শত শত বার এই ধরনের আক্রমণ ঠেকানোর অনুশীলন করি। কিন্তু যেকোনো ম্যাচে এমন ঘটনা ঘটতেই পারে। হ্যাঁ, এটা সত্যি যে সাম্প্রতিক সময়ে এটা বারবার ঘটছে, কিন্তু আমি মনে করি না এটা মানসিক সমস্যা।’
বাংলাদেশ দলের কোচ কাবরেরা আরও জানান, ‘খেলোয়াড়রা ২৫ মিনিট নয়, ৯৫ বা ১০০ মিনিট পর্যন্ত ডিফেন্ড করতে চায়। আমরা গোল ঠেকানোর জন্য আমাদের সেরাটা দিচ্ছি, আবার প্রতিপক্ষও গোল করার জন্য তাদের সেরাটা দিচ্ছে। এটা দুই দলের জন্যই সমানে সমান পরিস্থিতি।’
কাবরেরা বলেছেন, শেষ দিকে গোল হজমের এই ঘটনার পুনরাবৃত্তি চায় না তার দল, ‘আমরা ভুলগুলো বিশ্লেষণ করব, ভিডিও দেখে প্রস্তুতি নেব, যেন ভারতের বিপক্ষে ম্যাচে এমনটা আর না ঘটে। আমাদের এখন চার দিন সময় আছে কাজ করার। এই সময়ে ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব।’