Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোট কখনো সংসদকে প্রতিস্থাপন করতে পারে না: সালাউদ্দিন আহমেদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১২:১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণভোট গণতান্ত্রিক অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ উপায় হলেও এটি কখনো জাতীয় সংসদের সার্বভৌমত্বকে প্রতিস্থাপন করতে পারে না। তিনি জানান, জনগণের মতামত নেওয়ার সুযোগ হিসেবে গণভোট মূল্যবান, কিন্তু আইন প্রণয়ন বা সাংবিধানিক সংশোধনের একমাত্র ক্ষমতা সংসদের হাতেই থাকতে হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, বর্তমানে দেশের রাজনীতিতে কিছু মহল সংসদের ক্ষমতা খর্ব করার জন্য নানা বলপ্রয়োগী প্রস্তাব সামনে আনছে, যা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক।

বিজ্ঞাপন

তিনি স্পষ্ট করে বলেন, ‘জাতীয় সংসদই জনগণের একমাত্র সার্বভৌম প্রতিনিধি প্রতিষ্ঠান। এর সিদ্ধান্ত আদালত বা অন্য কোনো প্রতিষ্ঠানে চ্যালেঞ্জ করা যায় না।’

সালাউদ্দিন আহমেদ প্রস্তাব করেন, দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে জনগণের অনুমোদন যাচাই করতে হলে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করা যেতে পারে, যা ব্যয়-সাশ্রয়ী এবং জনমত জানানোর কার্যকর উপায়। তবে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, গণভোট কখনোই সংসদের সাংবিধানিক ক্ষমতা ও কর্তৃত্বকে অতিক্রম করতে পারবে না।

সমাবেশে তিনি দেশের নারীদের অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা, নারীর কর্মঘণ্টা কমানোর উদ্যোগ এবং ধর্ম–রাজনীতির অপব্যবহার নিয়ে তীব্র সমালোচনা করেন। তার মতে, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের অগ্রগতি ছাড়া জাতীয় অগ্রগতি সম্ভব নয়। শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও আবাসনে নারীর অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

মতপ্রকাশের স্বাধীনতার ওপর হামলা ও সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বৈষম্যহীন, সাম্প্রদায়িকতামুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামই জাতির মূল চেতনা, এবং বিএনপি জুলাই সনদের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি জনগণের প্রতি আহ্বান জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান ও জাতীয় সংসদের মর্যাদা ও ক্ষমতা রক্ষায় সচেতন থাকতে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর