Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৪:৩১

গ্রেফতার রায়হান।

পটুয়াখালী: মৎস্য বন্দর মহিপুর থানার কুয়াকাটা চৌরাস্তা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ রায়হান (৩১) নামের এক যুবক গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় হোটেল মারমেইড প্যালেসের সামনে একজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতার রায়হান নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের বাসিন্দা নুর আলম হাওলাদারের ছেলে।

তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে রায়হান তার হেফাজতে গাঁজা আছে বলে স্বীকার করেন। পরে ঘটনাস্থলেই সাক্ষীদের উপস্থিতিতে তার হাতে থাকা সাদা শপিং ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।

উদ্ধার হওয়া গাঁজা ডিজিটাল ওয়েট মেশিনে ওজন করা হয় এবং প্রক্রিয়াগতভাবে জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের সই নেওয়া হয়। জব্দ হওয়া গাঁজার নমুনা পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে গ্রেফতার রায়হানসহ দুই পুলিশ সদস্য কনস্টেবল মোস্তাফিজ ও আলী আজিম খান সামান্য আহত হন। পরে তাদের কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গ্রেফতার রায়হানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মাহমুদ হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে মহিপুর ও আশপাশের এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পূর্বেও মহিপুর থানায় মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর