একার পক্ষে যা করার ছিল, মাঠে তার সবই করেছেন। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজা চৌধুরীর অবিশ্বাস্য পারফরম্যান্সের পরেও জয় পায়নি বাংলাদেশ। হামজার জোড়া গোলে এগিয়ে থাকলেও অন্তিম মুহূর্তে গোল খেয়ে ২-২ গোলের ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। হামজা বলছেন, তিনি ও পুরো দল এখন তাকিয়ে ভারতের বিপক্ষে বড় ম্যাচের দিকে।
নেপালের বিপক্ষে প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে গোল করে ম্যাচে সমতা ফেরান হামজা। এরপর পেনাল্টিতে পানেনকা শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
এরপর ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় হামজাকে। বাংলাদেশ জয়ের খুব কাছে চলে গেলেও যোগ করা সময়ে গোল হজম করে ২-২ গোলে ড্র করেন হামজারা। ডাগআউটে বসেই বাংলাদেশের জয় হাতছাড়া হওয়া দেখেছেন তিনি।
ম্যাচ শেষে হামজা বলেছেন, ‘আবারও হতাশাময় এক সমাপ্তি, যে ম্যাচটিতে আমাদের জেতা উচিত ছিল। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য সবসময়ের মতোই ধন্যবাদ। একতাবদ্ধ থাকতে হবে আমাদের। সবাই মিলে তৈরি হতে হবে বড় ম্যাচের জন্য।’
আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। দুই দল বাছাইপর্ব থেকে ছিটকে গেলেও মাঠে এক জমজমাট লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশের ফুটবল ভক্তরা।