Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা নাশকতা করবে এ দেশের রাজনীতিতে তাদের ঠাঁই হবে না’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৫:২৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৬:০৩

আহত অটোচালককে আর্থিক সহায়তা দিচ্ছেন বিএনপি নেতা অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘যারা নাশকতা করবে বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোনো ঠাঁই হবে না। লক ডাউনের কথা বলে দেশে অনিশ্চয়তা তৈরীর পাঁয়তারা এবং নাশকতা জনগণ আর দেখতে চায় না। এখন জনগণ দেশের উন্নয়নের স্বার্থে রাজনীতি দেখতে চায়, দেশের উন্নয়নের স্বার্থে গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার দেখতে চায়।’

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার আড়াই পাড়া গ্রামে দুর্ঘটনায় আহত অটোচালককে আর্থিক সহায়তা প্রদান করতে গিয়ে বিএনপি ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (বাসাইল -সখিপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আহমেদ আযম খান বলেন, ‘নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে অনিশ্চয়তা ছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণের পর সে অনিশ্চয়তা কেটে গেছে। তার ভাষনে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। দেশের সকল রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে গেছে। পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে এবং প্রশাসনগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

আযম খান আরও বলেন, নির্বাচন সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত আছে। আমি মনে করি নির্বাচনে যে সকল রাজনৈতিক দল আসবে সেই সকল রাজনৈতিক দল নিয়েই আমরা নির্বাচনে যাব। জনগণ ভোট দিবে, জনগণের ভোটের মধ্য দিয়েই জয়-পরাজয় নির্ধারিত হবে।’

‎এসময় আরও উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সমাজসেবা সম্পাদক দেলোয়ার হোসেন, কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, বাবুল সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর